নোট
নিজের পটেনশিয়াল নিজেকে খুজে বের করতে হবে । সেই পথে কাজ ভালো করে কাজ করতে হবে শুধু মাত্র আল্লাহকে খুশি করার জন্য । সঠিক সময়ে সঠিক কাজ টা করা (আমলে সলেহ) হক্ব এর কথা সবাইকে বলা । সবর করতে হবে । যদি সামর্থ থাকে তাহলে ব্যাবসা করা, নিজেদের অর্থ জেনো পশ্চিমাদের কাছে না যায় যারা ঠান্ডা মাথায় টন কে টন বোমা, গাযার একটা তাবু তে থাকা নিস্পাপ মানুষদের উপর ফেলে, আবার পরে নিজেদের কাজ জাস্টিফাই করে মিডিয়া তে হেসে হেসে ।
আল্লাহ আমাদেরকে ৫ ওয়াক্ত নামাজ ফরজ করে দিসেন যেখানে নিয়মিত কুরআন পড়া হয় । আমাদের নিজেদেরকেও কুরআন পড়তে নবিজী (সঃ) বলেছেন । কিন্তু কেন? যদি আমরা অর্থ বুঝি, ঠান্ডা মাথায় আয়াত নিয়ে ভাবি, তাহলে সেটা নিজেকে দৈনিক কমপক্ষে ৫ বার মনে করিয়ে দেওয়া হয় । আর এভাবেই একজন মানুষ সঠিক পথে থাকতে পারে সহজে । তাহলে, এভাবেও কি সালাত মানুষকে খারাপ কাজ থেকে দূরে রাখে? সেলফ রিফ্লেকশন জরুরি ।
বিশ্বাস এর সাথে কাজের মিল থাকতে হবে । নিজেকে বুঝতে হবে - আমার ইসলাম লাগবেই, সবকিছু বাদে ।
দিনের একটা সময় আল্লাহর জন্য দিতে হবে, মিনিমাম ১ ঘন্টা । পড়াশুনা, প্রজেক্ট করা ।